বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৫:১৩ অপরাহ্ন
তোমার দেখা চাই
রিতুনুর
এই আমি আজ সারাদিন
তোমায় আশায় ছিলাম।
তুমি আসবে, হিমশীতল হয়ে
ধরণীর বুকে।
কতদিন হয়ে গেলো,
তোমার দেখা পাই না।
কৃষ্ণচূড়ার বনে বনে যেন আগুন,
এই আমি আর আমি নেই।
তপ্ত দাহে পুড়ে পুড়ে যেন কয়লা,
গায়ে লাগছে একরাশ
ঘামে ধুলো-বালি ময়লা।
এই গোসল করি এই শুকিয়ে যায়,
ও আকাশ তোমার কি হয়েছে
তোমার বুকে এতো হাহাকার কেন
আষাঢ় শ্রাবণেও মেঘেদের দেখা নাই।
তোমার হৃদয় নিংড়ানো
একপশলা বৃষ্টি দাও বৃষ্টি,
একটু ভিজে যাই!!
তোমায় আমি আলতা পায়ে,
লাল রেশমি চুড়ির
রিনিঝিনি আওয়াজ শুনাবো,
বিনিময়ে শুনতে চাই তোমার বুকে
ভেসে বেড়ানো মেঘেদের তর্জন গর্জন।
চাই একপশলা বৃষ্টি।।
তুমি কি দেখতে পাও সোনালী ফসলের মাঠ,
আঁকাবাঁকা মেঠো পথ ঘাট,
ফেটে হয়েছে চৌচির।
সবুজ পাতারা শুকিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে
এভাবে আর কতদিন দূরে থাকবে বল।।
Leave a Reply