সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ১২:২৭ অপরাহ্ন
প্রজাপতি
অন্নপূর্ণা দাস
প্রজাপতিকে ধরতে চায় অনিমা
বন্ধুরা হেসে বলে সহজ নয় ধরা
অবাক হয়ে তাকিয়ে থাকে দিদির দিকে,
দিদি বলে এখন খেলার সময়,
তাই খেলো প্রজাপতির সময় হলে
নিজেই ধরা দেবে তোমার কাছে,
এতো মানে বুঝতে পারে না সে
হঠাৎ শোনে কাজের পিসীর মেয়ের বিয়ে অবাক হয় সে,
এতো ছোট মেয়ে তার আবার বিয়ে ভাবায় তাকে,
সবাই বলে ১৮ বছর না হলে মেয়েদের বিয়ে হয় না, তাহলে?
কান্না করে ছোট মেয়ে,বলে সে বিয়ে করবে না
মা,বাবা,ভাইকে ছেড়ে কোথাও যাবে না,
কন্যা বিদায়ে মা বুকে পাথর দিয়ে রাখে
মায়ের মুখের অসহায়তা আজও চোখে ভাসে।
Leave a Reply