বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৪:২৯ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর কোতয়ালি থানা পুলিশ দুইটি বার্মিজ চাকুসহ দুই কিশোর সন্ত্রাসীকে আটক করছে। এরা হলো, শহরের বারান্দী নাথপাড়ার মৃত বিষুর বাড়ির ভাড়াটিয়া কুমারেশ চন্দ্র শাহর ছেলে কপিল চন্দ্র শাহ (১৯) এবং বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকার হুমায়ুনের বাড়ির ভাড়াটিয়া দাউদ হোসেনের ছেলে জিসান হোসেন (২৩)।
কোতয়ালি থানার এসআই সালাহউদ্দিন খান জানিয়েছেন, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সূত্রে সংবাদ পাই, পৌরপার্কের গেটের সামনে কতিপয় যুবক অবস্থান নিয়ে ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করছে। তিনি সেখানে পৌছালে আসামিদ্বয় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুইজনের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply