সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০১:৫৫ অপরাহ্ন
ভালোবাসো একজনকেই
দেবীকা সেনগুপ্ত
দশ জনকে ভালো না বেসে,
একজনকেই ভালোবাসো,
দশ রকম ভাবে।
তাঁকে অনুভব করো, নানাভাবে ।
স্বপ্ন দেখো তাঁকে নিয়ে,
সাজিয়ে তোলো স্বপ্ন দিয়ে ।
যান্ত্রিকতাময় জীবনে,
যন্ত্র মানব নয়, স্বপ্ন নিয়েই
বেঁচে থাকতে হয়।
তাইতো সব পেলে নষ্ট জীবন,
একজনকেই ভালোবেসে,
দেখতে হবে স্বপন।
Leave a Reply