সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ১২:১১ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর চৌগাছায় নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধ ৫৭টি মোটরসাইকেল জব্দ করেন ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (১৩জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যশোরের ট্রাফিক পুলিশ টি এস আই সাইফুল ইসলাম ও এ টি এস আই আনারূল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৫৭টি মোটরসাইকেল জব্দ করে মোটরসাইকেল মালিকের নামে মামলা দেওয়া হয়।
যশোর ট্রাফিক পুলিশ টিএসআই সাইফুল ইসলাম বলেন মোটরসাইকেলে নিবন্ধন লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকায় এ সব মোটরসাইকেল আটক করা হয়েছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার এ এস আই খোরশেদ আলম বলেন ট্রাফিক পুলিশ ৫৭টি মোটরসাইকেল থানা হেফাজত দিয়েছেন। অবৈধ মোটরসাইকেল অভিযানে চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ সার্বিক সহযোগিতা করেছেন।
Leave a Reply