শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৭:২৪ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
পেয়াজের তেলের ব্যবহার শুনেছেন কি? মূলত, চুলের পরিচর্যায় পেঁয়াজের তেলকে একটি অব্যর্থ ওষুধ হিসেবে গণ্য করা হয়। পেঁয়াজে আছে ভিটামিন এ, সি, ই, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া এটি কেরোটিনের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক। তাই চুলের গোড়া শক্ত, দ্রুত বৃদ্ধি, চুলের স্বাস্থ্য মজবুত,সিল্কি, অকালে চুল পাকা বন্ধ করতে, নতুন চুল গজাতে, খুশকি কমাতে, আগা ফাটা রোধ করতে পেয়াজের তেল কার্যকরী।
যেভাবে পেঁয়াজের তেল তৈরি করবেন:
পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে নিন। এবার পেঁয়াজের টুকরাগুলো ব্লেন্ড করে রস বের করে নিন। একটা পরিষ্কার প্যানে নারিকেল তেল গরম করুন। এরপর তেলের সঙ্গে পেঁয়াজের রস যোগ করুন। ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করুন ফুটে ওঠা পর্যন্ত। ঠান্ডা হলে ছেঁকে এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। সপ্তাহে দুইবার এ তেল ব্যবহার করলে উপকার পাবেন।
Leave a Reply