সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ১২:০২ অপরাহ্ন
কাটাকুটি খেলা
অতসী চক্রবর্তী ঠাকুর
আজ আমি ঠকছি না জিতছি
সে হিসেবে আর হাঁটি না
সেদিন আমি তোমার সাথে এক লাইনে দাঁড়াইনি
কাটাকুটি খেলায় তোমরা সেদিন বিজেতা ছিলে
সুরহীন স্বপ্ন নিয়ে বাঁচতে গেলে
সীমাবদ্ধতায় এসে যায় দৈনতা
আমাকে যে টানতে হবে গোটা পরিবার
ট্রাফিক সিগনালে স্বপ্ন দাঁড়িয়ে গেলে
দরখাস্ত জমা দি গোলাপি সংসারে
দু কদম ভালোবাসায় বারে বারে হোঁচট খেলে
চলকে যায় প্রাপ্তি যোগ
জিভ কাটা তোতলামির কুড়ি সেকেন্ড পৌঁছে দেয়
চেয়ারের চার নম্বর পায়ায়
Leave a Reply