সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০১:২২ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় দুটি বারে গুলিতে ১৯ জন নিহত হয়েছেন। দুটি বারে গোলাগুলির একটি জোহানেসবার্গের কাছাকাছি একটি শহরে এবং আরেকটি পূর্ব দক্ষিণ আফ্রিকায়। খবর আল জাজিরা।
এদিকে সোয়েটো শহরের একটি বারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। এসময় আরও আহত হয়েছেন ৯ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পুলিশ আরও জানায়, এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সোয়েটো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পিটারমারিটজবার্গের একটি সরাইখানায় এলাপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেখানে ৪ জন নিহত ও ৮ জন আহত হন।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুটো ঘটনা একে অপরের সঙ্গে সম্পর্কিত বলে মনে করার কোনো কারণ নেই। তবে হামলার সঙ্গে কতজন জড়িত এবং তাদের উদ্দেশ্য কী সেটা স্পষ্ট নয় বলেও জানিয়েছে পুলিশ।
Leave a Reply