সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০১:০৮ অপরাহ্ন
ঈদের শুভেচ্ছা সবাইকে
রিতুনুর
উঠবে ভোরে নতুন সূর্য
গাইবো খুশির গীত,
এলো’রে এলো’রে খুশির
কুরবানির ঈদ!!
গায়ে দিয়ে নতুন জামা
ঈদের নামাজ পড়বো
মিঠাই মণ্ডা গোস্তো পোলাও
সাধ্যমত যার যা আছে
গরীরের পাতে তুলে ধরবো।
এসো সবাই ঈদের খুশিতে
আনন্দের হিল্লোল তুলি,
গলায় গলায় মিলে সবাই
জরাজীর্ণ দুঃখ ভুলি।
উঠেছে গগনতলে ঈদের বাকা চাঁদ
কাটছে না খুশির চাঁদ’রাত,
সগৌরবে আলোর ঝলকানি বহিছে
ঈদের নামাজ পড়তে যাব
আর নাহি গো হৃদয়ে সহিছে।
পাড়াপড়শি বন্ধু বান্ধব
সবাইকে এসো ঈদে স্মরণ করি,
হিংসা বিদ্বেষমূলক আচরণ
ভুলে গিয়ে আল্লাহ্ কে ভয় করি।
কুরবানির গোস্তো বিলিয়ে খাই
বিশাল বিশাল ফ্রিজ কিনে
ফ্রিজে যেন গোস্তো না জমাই।
Leave a Reply