সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:৫৬ পূর্বাহ্ন
কবিঃ খালেদা বেগম লাভলী
বড্ড আদরে ছিলিরে তুই,
তোকে ছাড়া আমি অন্ধ।
হারানোর বেদনায় ম্রিয়মান
লেখালেখি হলো বন্ধ।
আমার চোখে তোর চোখ রেখে
করেছো আমাকে ধন্য।
কেমনে ভুলিরে বল বন্ধু
তুই ছিলি যে অনন্য।
দু’চোখ ভরে শুধু তোরই শূন্যতা
ভুলতে পারিনা তোকে।
কি করে কি হয়ে গেল বল
পালালি আমায় রেখে।
দীর্ঘদিনের সঙ্গী আমার
আজ হারালি কই?
টেবিলের উপর বইয়ের স্তুপ
তবু হাতরে বেড়ানো বই।
এ চোখ শুধু তোকেই খোঁজে
কাঁদে তোরই বিরহে,
কেন ভেঙ্গে দিলি সুখ ও স্বপ্ন
এমনি কত কথা মন কহে।
ভাঙ্গা মন নিয়ে বসে আছি
আমি নীরবে চুপটি করে।
তোর কথা ভেবে ভেবে চোখে
অকারণ অশ্রু ঝড়ে।
প্রতি মুহূর্তে তোর অবস্থান
খুঁজে ফেরে দু’চোখ।
যদি পারতাম জোড়াতে তবে
ভুলে যেতাম সব শোক।
কত যত্নে কত প্রেমে তোকে
আগলে রেখেছিলাম ফ্রেমে।
সেই ফ্রেম আজ শূন্য খাঁচা
ভালবাসা রয়েছে থেমে।
শূন্য ফ্রেম এক শূন্য খাঁচা
জানায় ভাঙ্গার বারতা।
চশমা বিহীন দু’চোখ ভরাতে?
কেবল চশমাই পারে তা।
Leave a Reply