বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৬:১৩ অপরাহ্ন
ভুল ইচ্ছে
রিতুনুর
ইচ্ছে হতো খুব তোমার হাতটি ধরে
হারিয়ে যাবো দু’জন বহুদূরে।
ইচ্ছেগুলো হলো না আর পূর্ণ,
তোমায় নিয়ে জীবনের যতো আশা
রয়ে গেলো অপূর্ণ।
তুমি বলতে আমি নাকি বড্ড অভিমানী,
একটু কষ্ট পেলেই
দুচোখ বেয়ে পড়ে পানি।
আসলে জীবন তো এমনি হয়,
প্রথম প্রেমেই থাকে হারাবার ভয়।
কষ্টের জলে ভেজা চোখ দু’টো
আজও খোঁজে তোমায়।
অবিনাশী প্রেমের জোয়ার যায় একদিন ভাটায়।
এই ভাবে ইচ্ছেগুলো গেছে মরে
তোমার সাথে ও যাওয়া হলো না বহুদূরে।
শপথের কথাগুলো তুমি ও গেছো ভুলে
তাইতো আমার আকাশ
সেজেগুজে হয়েছে আজ কৃষ্ণকালো
আশা গুলো হয়েছে নিরাশা কিছুই লাগেনা ভালো।
Leave a Reply