শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৬:৪৫ অপরাহ্ন
জীবন যুদ্ধ
শফি খান
জীবন বলতে প্রতি পদে
যুদ্ধের ময়দান,
বিজয় বিফল করতে সদা
প্রস্তুত শয়তান।
জীবন মাত্র ক্ষনিকের পাত্র
অহর্নিশি পেরেশানি,
জীবন শুধু স্বার্থের জন্য
মূহুর্তেই হানাহানি।
জীবন বলতে বেঁচাকেনা
লাভেতে ঠকবাজি
মুখোশধারী অত্যাচারি
মোড়লরুপে সাজি।
জীবন এমন বুঝেনা আপন
বুঝিবে কিসে পর,
লোভে পাপ পাপে মৃত্যু
ধ্বংস বরাবর।
জীবন অঙ্গে মিশে আছে
ক্যান্সার হৃদরোগ,
মৃত্যু দাঁড়াবে জীবন দুয়ারে
করবে উপভোগ।
জীবন বলতে অস্হিরতা
দুঃখ সারি সারি,
জীবন বলতে মেয়াদ বিহীন
একটা হাওয়ার গাড়ী।
জীবন বলতে পথ চলতে
স্রষ্টাকে করো ভয়,
জীবন বলতে মরনের কাছে
নির্ঘাত পরাজয়।
Leave a Reply