বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৫:৪৬ অপরাহ্ন
নীল খাম
প্রিয়া গাঙ্গুলি
জানলার ভিতর দিয়ে যখন
মুক্ত আকাশটাকে দেখি ,
তখন মনে হয়
তোমার নামে অনেক
চিঠি উড়িয়ে দি।
সেই চিঠিতে লেখা থাকবে আমাদের
ফেলে আসা রঙিন সপ্নের অনেক গল্প।
আর সে গুলো
মেঘের সাথে ধাক্কা খেয়ে
অনেক ভালোবাসার বৃষ্টি ঝরাবে।
বৃষ্টি শেষে সেই চিঠির স্বপ্ন গুলো
নীল আকাশে আঁকবে
রামধনু রঙ।
মনে আছে তুমি বলেছিলে
আমরা পরের জনমে
পাখি হয়ে জন্মাবো। ?
দূরে ঐ পাহাড় পেরিয়ে চলে যাবো
সেই রাজপুত্তুরের দেশে।
বেঙমা বেঙমির মত
চুপটি করে দুজনে ,
ডালে বসে থাকবো।
ক্লান্ত পথিক এলে তাদের মিষ্টি গান শোনাব।
আর তাদের পথ দেখাব।
মনে আছে?
মনে আছে তুমি বলেছিলে
আমি গোলাপ আর তুমি বৃষ্টি হয়ে
আসবে পরের জনমে?
তোমার শ্রাবণের ধারায় ভিজিয়ে দেবে
আমার লাল পাপড়ি গুলোকে।?
আর আমি আরও লাল হয়ে ফুটে
ভালোবাসার সুবাস ছড়াবো ।
অথবা তুমি কোনো এক পাহাড়ি ঝর্না আর আমি হবো এক পাহাড়ি কাঞ্চি।
সারাদিন চা বাগানের কাজের শেষে
যখন স্নান করবো
তুমি শীতল স্পর্শে
আমার সব ক্লান্তি দূর করবে।
আমার শরীর জুড়ে নেমে আসবে
তোমার বিন্দু বিন্দু প্রেমের আবেগ।
মনে আছে?
কিন্তু সেই স্বপ্ন গুলো গেলো কই ?
সেগুলো তো আজও
সেই বন্ধ খামে মুখ গুঁজে কাঁদছে।
খুঁজে বেড়াচ্ছে সেই পাহাড়ি ঝর্না, কাঞ্চি, সেই রাজপুত্তুরের দেশটাকে।
শব্দের ওপর শব্দ তৈরি করতে করতে
ওরা আজ শব্দহীন , ক্লান্ত হয়ে গেছে।
দূর থেকে ভেসে আসা নদীর কুল কুল শব্দে
শুনতে পাই অন্তর বেদনার ধ্বনি।
তাই আজ আকাশে নয়,
স্বপ্ন গুলো ভাসিয়ে দিলাম
নদীর অনুকূলে।
যদি সেগুলো তোমার মনের ঘাটে
গিয়ে আটকায় তবে
সেই ঝাপসা অক্ষর গুলোর থেকে
কিছু শব্দ রেখে দিও
আমাদের ফেলে আসা
ভালোবাসার কবিতায়।
বলা যায় না জীবনের কোন শব্দ
কখন কাজে লেগে যায়।
ভালো থেকো ।
ইতি
তোমার নীল খামের স্বপ্ন
প্রিয়া
Leave a Reply