সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০১:২১ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর মণিরামপুরের একটি পাচার মামলার আসামি আল মামুন সোহাগকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এই রিমান্ড মঞ্জুর করেন।
আসামি আল মামুন সোহাগ মণিরামপুরের রামনগর গ্রামের হাসান আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, যশোর শহরতলীর মুড়োলি খাঁপাড়ার এক তরুণী পারিবারিক কলহের জের ধরে তার এক বন্ধবীর মাধ্যমে মণিরমাপুরের ডিজে জয় ড্যান্স ক্লাবে ভর্তি হন। পরিবারিক সমস্যাকে পুজি করে ড্যান্স ক্লাবের মালিক জয় তাকে ভালো কাজ দেয়ার কথা বলে। এরপর জয়ের সহযোগীদের মাধ্যেমে ২০১৯ সালের ১ নভেম্বর সাতক্ষীরা সীমান্ত দিয়ে তাকে ভারতের বেঙ্গালুরে পাচার করে নিয়ে যায়। জয় ও আল মামুনের সহযোগীতায় তাকে রিপন নামে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। তারা সকলে একটি ফ্লাটে থেকে ওই তরুণীকে পতিতাবৃত্তিতে বাধ্য করতো। ২০২১ সালে পুলিশ ওই ফ্লাটে অভিযান চালিয়ে রিপনকে আটক ও ৬ জন তরুণীকে উদ্ধার করে। ৯ মাস জেল খাটার পর একটি সংস্থার মাধ্যমে গত ১৮ জুন তিনি দেশে ফিরে আসেন। পরে আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে গত ২২ জুন মণিরামপুর থানায় ওই তরুণী মামলা করেন। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আল মামুন সোহাগকে আটকের পর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতাকল শুনানি শেষে বিচারক তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Leave a Reply