বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৫:১৮ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করায় স্বামী নাসিম বিল্লাহর বিরুদ্ধে যশোর আদালতে মামলায় করেছেন স্ত্রী। সোমবার ওই স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার দিয়েছেন পিবিআইকে।
আসামি নাসিম বিল্লাহ সাতক্ষীরা সদরের মাছখোল ক্লাব রোড এলাকার মকছেদ আলী মোড়লের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, সামুম বিল্লাহ ২০১৯ সালের ১ সেপ্টেম্বর বিয়ে করেন। বিয়ের পর স্বামী-স্ত্রী সুখে শান্তিতে সংসার করছিলেন। বছর পেরোতেনা পেরোতে আসমি মাসুম বিল্লাহ তার স্ত্রীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন। এরমধ্যে মাসুম বিল্লাহ কৌশলে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ কিছু ছবি মোবাইলে ধারন করে রাখে। চলতি বছরের মাসুম বিল্লাহ তার স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে এসে যৌতুকের ৩ লাখ টাকা দাবি করে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে পিতার বাড়ি রেখে চলে যায় মাসুম বিল্লাহ। এরপর গত ৮ জুন আসামি মাসুম বিল্লাহ ফেসবুকে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও আজেবাজে কথা লিখে পরিচিতজনদের কাছে পাঠায়। যাতে সম্মান হানি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অপরাধ করায় তিনি স্বামীর বিরুদ্ধে আদালতে এ মামলা করেছেন।
Leave a Reply