বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০২:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী বুনো আসাদ এক ঔষুধ ব্যবসায়ীকে মারপিট করেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মারপিটের শিকার ওষুধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম যশোর শহরের রেলগেট এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
কোতয়ালি মডেল থানার দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে, জাহিদুলের চাচা আবুল কালাম আজাদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। রবিবার রাত ১১টার দিকে যশোর শহরের শংকরপুর জিরোপয়েন্টে ঔষুধের ফার্মেসি বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে শংকরপুর হাজারী গেট কমিউনিটি পুলিশিং অফিসের সামনে পৌছুলে সন্ত্রাসী বুনো আসাদ, চাচা আবুল কালাম আজাদ, চাচাত ভাই শাওন আমাকে গতিরোধ করে। এসময় বুনো আসাদের নির্দেশে আসামিরা গাছিদা, রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। এসময় তার মাথার বাম পাশে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
জরুরী ভাবে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার কোতয়ালি থানায় মামলা করা হয়েছে। মামলায় ৩জনকে আসামি করা হয়েছে।
Leave a Reply