শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৬:০৮ অপরাহ্ন
চিঠি – ৫
কিযে ভালো লাগছে আমার!
কাজী লীনা আরাফাত
কোন কোন দিন কি এক অদ্ভুত নেশা ধরা ভালো লাগা নিয়ে শুরু হয়, কেন ভালো লাগছে তার কোন ব্যাখ্যা নেই, আজকের দিনটা তেমনি ভাবেই শুরু হলো নীল….।
ভোরের কুয়াশা ঢাকা আকাশ আমার ভালো লাগছে, কুয়াশার আড়ালে সূর্যটা এখনো দেখা দেয়নি….আমার মনে হচ্ছে এমনি ভাবেই জড়িয়ে থাকুক কুয়াশা তার ভালোবাসা দিয়ে আকাশটাকে …..।
কিযে ভালো লাগছে আমার কেমন করে বলি? কতদিন তোমায় লেখা হয় না , আশ্চর্য ! এটা নিয়েও আমার আজ মন খারাপ লাগছে না, মন খারাপ গুলোকে আজ ছুটি দিয়েছি টেবিলে ফুলদানিতে রাখা গোলাপ আর রজনীগন্ধা গুলোকে দেখে মনে হচ্ছে ওরা পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল।
যারা তার সুবাস দিয়ে আমাকে মাতিয়ে রেখেছে, রোজকার কফিটা কেও অমৃত লাগছে, পেপার ওয়ালার পেপার দেবার ভঙ্গিটাও ভালোলাগছে , বাসার পাশের বাগানে পাখির দল গান গাইছে গলা ছেড়ে আমার পাখিদের সাথে গান গাইতে ইচ্ছে করছে।
তুমি হাসছো নীল ? ঐ যে গলির ভিরতের রিকশার টুংটাং আওয়াজ সেটাকেও সেতারের আওয়াজের মতো লাগছে, আমি আরো আরো কিছুক্ষণ এভাবেই থাকতে চাই।
আমার ভালো লাগার জগতে, আরো কিছুটা সময় নেশাধরা ভালো লাগা আমার একান্ত ব্যক্তিগত জীবনে যেখানে নিষিদ্ধ সব জটিলতা কুটিলতা……..।
আচ্ছা আমি যে তোমাকে চিঠি গুলো লিখি সেগুলো কি তুমি পড়ো ? নাকি ওখানে যারা থাকে তাদের পড়তে হয় না, তারা
টেলিপ্যাথির মধ্যে দিয়ে সব কিছু বুঝতে পারে……….. কি জানি !!
Leave a Reply