বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৬:০১ অপরাহ্ন
ভারসাম্য
নমিতা বিশ্বাস
জীবন রঙমহলের শান্তিপূর্ণ যবনিকা টানতে-
প্রতিমুহূর্তে আপোষ করি
ঘটনাবহুল এ চলমান জীবনের সাথে।
অভিযোগ অনুযোগ বিহীন চলে আত্মবিশ্লেষণ
নিজেকে ভেঙেচুরে, সংযোজন বিয়োজনে
গড়ি আবার নতুন করে,
অনবরত নিজেকেই করি সংশোধন।
খুঁজি উদ্বেগ উৎকণ্ঠা সংশয় ভরা-
এ উদ্ভ্রান্ত মনের সকল ভ্রান্তি,
অশ্রু বর্ষণে নিরসন হয় মনের বিষন্নতা
মুছে দেই অবসাদ জড়ানো দুচোখের ক্লান্তি।
নানা আয়োজনে শূন্যের উপর বেঁধে ঘর
গভীর বিশ্বাস আস্থা প্রজ্ঞা ধৈর্যের সাথে
অবিচল রাখি আপন আসন
যতই আঘাত করুক নিয়তির ঝড়।
মানতে শিখেছি, মেনে নিতে পারি সকল গ্লানি
দোদুল্যমান এ জীবন উপভোগের নেশায়,
মৃত্যুর সে অন্তিম স্বাদ লোভীতে,চিরন্তন ভাবনায়।
Leave a Reply