বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৫:৪১ অপরাহ্ন
হারুন অর রশীদ:
পদ্মাসেতু এ স্বাধীন বাংলার ১৮ কোটি মানুষের প্রান, এটিকে নিয়ে রোমাঞ্চ করা, নাট বলটু
খোলা কোন সিনেমার কল্প কাহিনী নয়। বলে মন্তব্য করেছেন চায়ের দোকান থেকে শুরু করে অভিজ্ঞ মহল।
২৫ জুন ছিলো স্বাধীন বাংলার আর একটি বিজয়ের দিন, রোববার ২৬ জুন পদ্মা সেতুর রেলিং এ নাট বল্টু খুলে
টিকটক করার যুবক বায়েজিৎ নামক যুবককে গ্রেফতার করল আইন শৃঙ্খলা বাহিনী। যার
ছবিসহ যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলো। তার বক্তব্য যে, টিকটক করার জন্য সে নাট
বল্টু খুলেছে, এটি কী গল্প কাহিনীর মত হতে পারে কী ? নাকি অন্য কিছু থাকতে পারে, প্রশ্ন
বিত্ত থেকেই যায়, যেহেতু সেতুটি ঘিরে নামায পর্যন্ত বাঁধা বিপত্তি নিয়ে জননেত্রী শেখ
হাসিনা তার সাহসিকতাই এমনকি জনগনের কথা মাথায় রেখে যে আরেকটি বিজয় করলেন
এই বিজয়ে কেউ খুশি হলেন, কেউ বা হতে পারলেন না। এমনও তো হতে পারে ? বলা
বাহুল্য যে যুবকটি গ্রেফতার হলো তার বাড়ি পটুয়াখালি, সেখান থেকে এসে টিকটিক করা
সেটিও আবার সেতুর নাট বল্টু খুলে নেওয়া এটিও হালকা করে দেখা ঠিক হবে কিনা তা
জানা নাই। সুতরাং গভীর থেকে গভীরে যাওয়াটা আব্যশক বলে অভিজ্ঞ মহল মনে করেন।
নিজের সন্তানের ওপর যখন পিতা মাতা যতœশীল হন এবং আগলে রাখেন, সন্তানের কোন
আঘাত না লাগে, তেমনি ভাবে এদেশের ১৮ কোটি মানুষের উচিত হবে আমাদের স্বপ্নের
পদ্মাসেতুকে সন্তানের মতো আগলে রাখা। নজর দিতে হবে দায়িত্ব প্রাপ্ত সংস্থাকে, বাড়াতে
হবে মানুষের ওপর নজদারী।
Leave a Reply