বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৫:৪৯ অপরাহ্ন
চেষ্টা মাত্র
আবিদুর রেজা খান
তোমার চেতনার গভীরতা পরিমাপের জন্যে
তোমার উদারতা কতটুকু জানার জন্যে
তোমার বাসনার সবুজ অরণ্যে
বিচারণ করেছি বার বার।
তোমার ভালবাসার সোনালী অনুভুতি
আর পাওয়ার আকাংখা কত প্রখর
সেটুকু আবিস্কারের জন্যে
তোমার হৃদয়ের মশৃণ আঙ্গিনাই
পা রাখার চেষ্টা করেছি বার বার।
দেখা হয়নি কথা হয়নি তার পরও
তোমাকে আবিস্কারের অদম্য চেষ্টা আমার
কেন এ চেষ্টা, প্রশ্ন করেছি,নিজে নিজেকেই
উত্তর শুন্য,তার পরও এগিয়ে চলেছি
সম্মুখ পানে বার বার।
তোমাকে আবিস্কার করে আমার কী লাভ
না, নেই কোন লাভ ক্ষতি
তবে, অস্থীরতাকে দুপায়ে মাড়িয়ে
প্রশান্তির বেলাভুমিতে শরীরটাকে
এলিয়ে ক্লান্তি নিবারনের চেষ্টা মাত্র।
Leave a Reply