বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৫:৪২ অপরাহ্ন
অভিমান
দেবীকা সেনগুপ্ত
মান-অভিমান,রাগে-অনুরাগে,
তুমি আসতে আবেগে।
কতো অবসরে,মনের বাসরে,
তোমাকে নিয়ে, করতাম খেলা,
গাঁথতাম বসে কথার মেলা।
আজ সংসার সমুদ্রের জোয়ারে,
হারিয়ে গেছে, তোমার দেওয়া অঙ্গুরীয়,
বিধাতার অঙ্গুলি হেলনে।
অভিমানে তুমি তাই,
চলে যাচ্ছো অজানার সাধনায় ।
তবুও আনমনে, ক্ষণে-ক্ষণে,
আজও আসো গোপনে।
Leave a Reply