মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:৪১ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরে মাদক মামলায় রাজ কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে ৫ বছর সশ্রম কারাদ- ও অর্থদ-ের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এ রায়ে এ আদেশ দিয়েছেন। দ-প্রাপ্ত রাজ কুমার বিশ্বাস ঝিকরগাছার জগনদান্দকাঠি গ্রামের নিমাই চন্দ্র বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২৩ অক্টোবর শার্শা থানা পুলিশ বাগআঁচড়া গ্রামে অভিযান চালিয়ে সন্দেজনক ভাবে রাজ কুমারকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১শ’পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই মাহামুদ হাসান বাদী হয়ে শার্শা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে এসআই সাজ্জাদুর রহমান ঘটনার সাথে জড়িত থাকায় রাজ কুমারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি রাজ কুমারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাধ-, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদে-র আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রাজ কুমার জামিনে মুক্তি পেয়ে পলাতক আছে।
Leave a Reply