শনিবার, ২৫ Jun ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন
আষাঢ় ও মেঘ বালিকা
শেফালী হোসেন
আষাঢ়ের আকাশ মাঝে মাঝে মেঘেরা লুকোচুরি খেলা করে,
আকাশের কালোমেঘে দিবসেই হয় রাত।
কখনো শ্রাবণের ধারায় ঝরছে
কখনোবা ঝিলিমিলি রৌদ্র বাতায়ন খুলছে,
তাই দেখে মেঘ বালিকার অবুঝ হৃদয়
স্বপ্ন রচনা বুনছে।
মনে যে তার কত আশা বোঝাবার নেই সেই ভাষা,
বুঝাতে পারেনা বলে তাই তো নিরাশায় কাঁদে অন্তর,
তাই একলা বসে মনের বাতায়ন খুলে
চোখ রাখে জানালায় দাঁড়িয়ে।
দেখতে পায় মল্লিকা বনে ভ্রমরের গুঞ্জনে,
বেনুকা বাজে মাধুরী সুরে,
তাই দেখে প্রজাতি গান গায় পুস্পাদ্যানে,
বিষন্ন দুপুরে ক্লান্ত কোকিল
ফিরে আসে না আর আপন নীড়ে।
তবুও আশা ছাড়েনি মেঘ বালিকা
নদী যেমন সাগরের টানে ফিরে আসে শতবার
একবার হলে ও ফিরে আসিবে তার প্রিয়
অপেক্ষা প্রহর গুনছে বারবার।
Leave a Reply