সোমবার, ২৭ Jun ২০২২, ০১:৫০ অপরাহ্ন
পাতার সিঁড়ি
কাজী লীনা আরাফাত
প্রিয় নীল
অনেকদিন তোমাকে লেখা হয় না, তুমি জানতে চেয়েছিলে আমার সময় এখন কিভাবে কাটে….. উত্তর দিতে এবার একটু দেরি হয়ে গেলো………….।
আমার একটি জগত আছে যেখানে আমি ছাড়া আর কারো প্রবেশাধিকার নেই, যেখানে আমিই রাজা আমিই প্রজা, যখন চারিদিকে সুনসান নিরবতা নেমে আসে আমি আস্তে আস্তে আমার সেই জগতে প্রবেশ করি……. জগতটা এমন ভাবে সাজানো যেখানে রংধনুর সাতটা রংয়ের নদী আছে , আছে বজরা সেই বজরারও আছে সবুজ আর সোনালী রংয়ের ছোঁয়া, আছে সুনিপুণ কারুকাজ আমি নিজেই তার মাঝি………………।
মেঘের ওপারে আমার বাড়ী, বাড়ীটাতে নীলরং এর কিছু গাছ আর আছে একটা ময়ূরাসন, আমি ময়ূরাসনে বসে মন খারাপ হলে মেঘের খেলা দেখি……… মেঘের দল আমাকে গান শোনায় আমি তাদের কবিতা শুনায়……… এমনি ভাবে কেটে যায় বেলা…………..।
আমি বিকালে মেঘের ওপারে পাতার সিঁড়ি বেয়ে হাটঁতে যাই , সিঁড়ি গুলো স্বর্গের কাছাকাছি যেখানে পরীরা খেলা করে জোনাকি আর প্রজাতির সাথে, বিকেলটা ওদের সাথে কাটিয়ে আমি পাতার সিঁড়ি বেয়ে আবার নিচে নেমে আসতে থাকি, নামতে নামতে নামতে এসে পৌছাঁই আবার সেই নির্জন নদীকূলে…………….।
Leave a Reply