মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১২:৪৯ অপরাহ্ন
দিলীপ কুমার দাস :
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার ৭ টি ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার গাঁওকান্দিয়া ও কাকৈরগড়া ইউনিয়নে দুই হাজার পরিবারের ত্রান বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। সোমবার উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। দেশের সকল সংকটকালীন মুহুর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় উপজেলা আওয়ামী লীগ। দুর্গাপুরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বন্যার্তদের সহায়তায় করতে সরকারের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের এই কার্যক্রম চলমান রয়েছে। সরকার ও দলের পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। পর্য়ায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ত্রাণ বিতরন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সহ-সভাপতি উসমান গনি তালুকদার, এডভোকেট মুজিবুর রহমান, এমদাদুল হক খান প্রমূখ।
Leave a Reply