মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:০৬ অপরাহ্ন
মাটি
রেজাউল করিম রোমেল
একদিন তো ছিলাম মাটি
হয়ে যাব মাটি,
কিসের এতো গর্ব তোমার
হয়ে যাব মাটি।
এই মাটিতে জন্ম সবার
মাটিতেই হবে শেষ,
গাছ-পালা দালান-কোঠা
কিছুই রবে না অবশেষ।
ক্ষমতা ধনসম্পত্তি একদিন
কিছুই রবে না,
কোনো কিছুই স্থায়ী নয়
স্থায়ী কিছুই রবে না।
কিসের এতো গর্ব তোমার
কিসের এতো বেস,
একদিন তো হবে মাটি
মাটিতেই হবে শেষ।
Leave a Reply