শনিবার, ২৫ Jun ২০২২, ০৩:২৯ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
প্রতারণার মাধ্যমে আরও ৩৭ বিনিয়োগকারীর ৮৯ লাখ ২২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তামান্না লিমিটেড ঢাকার এমডিসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর পুলিশ লাইন শহীদ মশিউর রহমান সড়কের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিমান সৈনিক আতাউর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো তামান্না লিমিটেডের এমডি এম ইকবাল, কর্মকর্তা এম শাহাজাহান আলী, সাইদুর রহমান, এম আতাউর রহমান, এম হারুন-অর-রশীদ, এম নুরুল্যা হেলাল, যশোর শাখার ম্যানেজার শেখ ফরহাদ হোসেন ও কোষাধ্যাক্ষ শামসুল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, আতাউর হমান বাহিনীতে চাকরি করতেন। আসামিরাও বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। সেই সুবাদে আসামিদের সাথে তার পরিচয়। আসামিরা তামান্না লিমিটেডের নামে চায়না থেকে ইলেক্ট্রনিক্সসহ বিভিন্ন পণ্য আমদানি করে সারাদেশে শো-রুম করে বিক্রি করতেন। তামান্না লিমিটেডের শেয়ার বিক্রির ঘোষনা দিলে বিমান বাহিনীতে চাকরির সুবাদে আসামিদের সাথে পূর্ব পরিচয়ের সূত্রে যশোর শাখায় আতাউর রহমানসহ মামলার ৩৬ জন সাক্ষী বিভিন্ন সময়ে ৮৯ লাখ ২২ হাজার টাকা বিনিয়োগ করেন। প্রত্যেকে বিনিয়োগের টাকা যশোর শহরের আরবপুর অফিসে জমা দিয়েছিলেন। পরবর্তীতে আসামিরা বিনোয়াগকারীদের কোন লভ্যাংশ দেয়নি। বিভিন্ন অজুহাতে ব্যবসাগুটিয়ে নিয়েছেন তারা। এখন বিনিয়োগের টাকা ফেরতাই চাইলে আসামিরা না দিয়ে ঘোরাতে থাকেন। এখন আসামিরা যাবতয়ী টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
Leave a Reply