মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১২:৩১ অপরাহ্ন
শফিকুল ইসলাম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রাজারহাট প্রেসক্লাব সভাপতির বাড়ি থেকে রাতে সেচ পাম্প ও দিনে মোটর সাইকেল চুরির ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। জানা গেছে,রাজারহাট থানার আনুমানিক ১০০গজের ভিতর ও রাস্তা সংলগ্ন বাউন্ডারী ওয়াল ঘেরা বাড়ি উপজেলার সিনিয়র সাংবাদিক ও “রাজারহাট প্রেসক্লাব’’সভাপতি সরকার অরুণ যদু’র । শনিবার দিবাগত রাতে এই বাড়ির বারান্দা থেকে তার একটি এক হর্স সেচ পাম্প এবং বৈদ্যুতিক তার চুরি হয়। রবিবার দুপুরে এবিষয়ে তিনি রাজারহাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। এসময় তার ছেলে সরকার রুপায়ান তন্ময় নিজ বাড়ির গেটের বাইরে কালো রংয়ের ১৫০সিসি পালসার মোটর সাইকেল লক করে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করেন। অল্প সময়ের মধ্যে গেটের বাইরে এসে দেখেন তার মোটর সাইকেলটি নেই। উল্লেখ্য গত ৩মাসের মধ্যে রাজারহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫/৭টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটলেও কোনটিই উদ্ধার হয়নি। রাজারহাট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি সরকার অরুণ যদু জানান,শনিবার রাতে সেচ পাম্প চুরি যাওয়ার ঘটনায় রবিবার দুপুরে থানায় অভিযোগ করে বাড়ি পৌঁছার ১০মিনিটের মধ্যে লক ভেঙ্গে (তালা) মোটর সাইকেল চুরির খবর জানতে পারি। রাজারহাট থানার ওসি তদন্ত পবিত্র কুমার রায় সেচ পাম্প চুরির ঘটনায় অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন,মোটর সাইকেল হারানোর ঘটনাটিও শুনেছি এবং পার্শ্ববর্তী থানাগুলোতে লোক লাগিয়েছি। উল্লেখ্য গত ২/৩ মাসের ব্যবধানে আরো কয়েকটি মটর সাইকেল হারিয়ে গিয়েছে দিবালোকে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply