মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে ৫০০ ছাড়াল শনাক্ত রোগীর সংখ্যা। গত একদিনে ৫৯৬ জনের দেহে ধরা পড়েছে, যা ১৫ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের এই সংখ্যা আগের দিনের চেয়ে ১৬৩ জন বেশি; শনিবার ৪৩৩ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ ঘন্টায় ৮ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।
Leave a Reply