মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০১:১১ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা সদর উপজেলা রাজারহাট রামনগর সরদারপাড়াস্থ এক বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা বেচাকেনার অভিযোগে আহাদ আলী নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে ওই এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আহাদ আলীকে রোববার ১৯ জুন দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেল সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার রাজারহাট রামনগর সরদার পাড়াস্থ আহাদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় উক্ত ঘরে মধ্যে গাঁজা নিয়ে অবস্থানরত আহাদ আলীকে গ্রেফতার করে। তার দেখানো মতে উক্ত ঘরের মধ্যে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করে। রোববার ১৯ জুন আহাদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply