মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১২:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ভারতে পাচারের সময় ১০টি স্বর্নের বার সহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে যশোর ৪৯ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
রোববার (১৯শে জুন) যশোরের শার্শা উপজেলার নাভারন এলাকা থেকে এ স্বর্নের বারসহ তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এক সোনা পাচারকারী ঢাকা থেকে ১০ সোনার বার নিয়ে ভারতে পাচারের জন্য গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামান কে তল্লাশি করে ১০টি সোনারবারসহ তাকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply