মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০১:০৩ অপরাহ্ন
ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে ফিরেছেন পাঁচ বাংলাদেশি। এদের মধ্যে একজন পুরুষ ও চারজন নারী। শনিবার (১৮ জুন) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। এদের বাড়ি সাতক্ষীরা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
দেশে ফেরত আসা সুমন শেখ বলেন, সংসারের অভাব অনটনের কারণে রোজগারের আসায় দালালের মাধ্যমে ভারতের ব্যাঙ্গালুর শহরে যাই। সেখানে কাজ করার সময় অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে তালাশ নামের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। দুই বছর পর আজ দেশে ফিরলাম।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা পাঁচ বাংলাদেশিকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply