মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৫:৩৭ অপরাহ্ন
সুরুজ আলী, বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপ প্রকল্পের ৫ম রাউন্ডে বাস্তবায়িত কমিউনিটি ক্লিনিকে মেডিকেল যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা সম্মেলন কক্ষে মেডিকেল যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
উপজেলার ২৮টি কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন ধরনের মেডিকেল যন্ত্রপাতি বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মুক্তার হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী মনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসোসিয়েশন সভাপতি আব্দুল আওয়াল কবিরাজ, উপজেলা জাইকা প্রধান শাহিন ওয়াজ সরকার প্রমুখ।
Leave a Reply