শনিবার, ২৫ Jun ২০২২, ০২:৫৩ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরে বাবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনে ছেলে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০) ও তার ছেলে সোহেল হোসেন (২৮)।
আজ শুক্রবার (১৭ জুন) দুপুর ২টার দিকে সুলতানপুর গ্রামের মাঠের মধ্যে সিরাজুল ইসলাম ও দুপুর ৩ টার দিকে রাজারহাট রেলক্রসিংয়ে সোহেল আত্মহত্যা করে।
নিহত বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
যশোরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, সিরাজুল ইসলাম পারিবারিক কলহের কারণে আজ দুপুরে বাড়ির পাশে মাঠের মধ্যে মেহগুনি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ খবর শুনে ছেলে সোহেল দুপুর ৩ টার দিকে রাজারহাট রেলক্রসি এলাকায় যেয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Leave a Reply