শনিবার, ২৫ Jun ২০২২, ০১:১৩ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
ব্যাপক আড়োম্বরের মধ্যদিয়ে শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্র মাঠে জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অন্যান্যে মধ্যে রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রমুখ।
সম্মেলন শেষে জেলা ও মহানগরের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জেলা সভাপতি সানাউল্লাহ সানু ও সাধারণ সম্পাদক পদে আবু নাঈম বিপ্লব এবং মহানগরের সভাপতি মোদাছিরুল হক দুলাল ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের নাম ঘোষণা করা হয়।
Leave a Reply