সোমবার, ২৭ Jun ২০২২, ০১:৫১ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক :
ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার ইরানের পেট্রোক্যামিকেল উৎপাদনকারীর ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র এমন সময় নিষেধাজ্ঞা দিল যখন, ২০১৫ সালে হওয়া পারমাণবিক চুক্তিটি নতুন করে করার চেষ্টা চলছে।
পারমাণবিক চুক্তির আলোচনা আবার নিষেধাজ্ঞা দেওয়া- দুটি এক সঙ্গে চালানোয় বেশ ক্ষুদ্ধ হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
শুক্রবার তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, আমেরিকানদের ব্যবহার দেখে আমি অবাক হয়েছি।
তিনি আরও বলেন, একদিকে তারা আলোচনা ও চুক্তি নিয়ে ইতিবাচক বার্তা পাঠায়, অন্যদিকে তারা নিষেধাজ্ঞার পরিমাণ বাড়াচ্ছে।
আমি জানিনা এটি কিভাবে হয়, যোগ করেন প্রেসিডেন্ট রাইসি।
মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশের এ প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করার ক্ষমতা বিশ্বকে আমাদের দিতে হবে। কারণ যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করে।
এদিকে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান।
চুক্তি অনুযায়ী ইরান কথা দেয়, তারা পারমাণবিক কার্যক্রম চালাবে না।
আর এর বদলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়।
কিন্তু ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে চুক্তি থেকে সরে আসেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।
সূত্র: আল আরাবিয়া, আইআরএনএ বার্তা সংস্থা
Leave a Reply