শনিবার, ২৫ Jun ২০২২, ০২:২৬ অপরাহ্ন
একটা তুই
রুনা আক্তার স্বপ্না
তুই আমার বিস্মৃত অন্তরের একমুঠো আত্মবিশ্বাস;
আঁচলে লুকিয়ে রাখা তুই আমার একটুকরো আকাশ।
আমার একঘেয়ে জীবনের তুই প্রগাঢ় প্রশান্তি;
আমার সত্যি সত্তায় তুই ঐক্যবদ্ধ অনুভূতি।
তুই আমরা বিশ্বাসী প্রেম,
অফুরান আবেগ,
কবিতার উৎসব,
বাসনার শতদল।
তুই আমার হৃদয়ে সুখের ঝর্ণাধারা;
বুকের অলিন্দে তুই অনুরাগী বিউগল।
বেহিসেবী ভালোবাসার অথৈ সমুদ্দুর তুই;
যার গভীরতা আছে কোনো উচ্ছ্বাস নেই।
আমার শিরা-উপশিরায় তুই সুললিত অনুরণন;
আমার আত্মার যত্নে তুই যেনো সুধা সঞ্জীবন।
তুই আমার অঢেল আশা,
আলোড়িত হিন্দোল,
স্বপ্নের সোপান,
রেশম কুন্তল।
আমার জীবনে শ্বাশত এক সুগভীর কায়া;
রোমাঞ্চিত অনুভব জুড়ে আছে শুধু মায়া।
বাসনার জলে ছায়া ফেলে তোর ঐ মায়াবী মুখ,
তোর মাঝেই নিহিত আছে আমার সকল সুখ।
বিশ্বাস, ভরসায় তোকে খুব ভালোবাসি,
অলিখিত ইচ্ছাকে তাই বড়ো যত্নে পুষি।।
Leave a Reply