সোমবার, ২৭ Jun ২০২২, ০২:১৭ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
আগামী ২৫ জুন পদ্মা বহুমুখী সেতু চালুর প্রস্তুতি নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতু প্রকল্পের সঙ্গে যুক্ত সবাইকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকটি আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য এনামুল হক, মো. আবু জাহির, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, সৈয়দ আবু হোসেন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান বৈঠকে অংশ নেন।
বৈঠকে মুষ্টিমেয় সংখ্যক ঠিকাদার প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো ঠিকাদার প্রতিষ্ঠান টেন্ডার জমা দিতে না পারা এবং দরপত্র দাখিলে প্রতিষ্ঠানগুলোর যোগ্যতা পিপিআর অনুসারে সহজীকরণ সম্পর্কে প্রাপ্ত অভিযোগ, বিআরটিএয়ের আওতাধীন গাড়ীর ফিটনেস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড, ডিজিটাল রেজিষ্ট্রেশন সার্টিফিকেট, ডিজিটাল নম্বর প্লেট, মালিকানা হস্তান্তরসহ গ্রাহক সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে অসমতা ও দুর্নীতি রোধে সুষম ও সুষ্ঠুভাবে টেন্ডার প্রক্রিয়া সহজ করার যথাযথ ব্যবস্থা নেয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
এছাড়া বিআরটিএয়ের ঢাকার অফিস পরিদর্শন, ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড সহজ করা এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভাগীয় কমিশনার ও হাইওয়ে পুলিশের ডিআইজিদের আগামী সভায় আমন্ত্রণ জানানোর জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
Leave a Reply