মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১২:২৫ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
করোনার সংক্রমণে আক্রান্ত শনাক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে নতুন করে করোনার রোগে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরো ৩৫৭ জন। ঠিক এক দিন আগেই এ সংখ্যা ছিল ২৩২। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়েছে ১৩৫। যদিও গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে কভিড-১৯ রোগে কারো মৃত্যু হয়নি। নতুন করে সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১১৪ জন রোগী। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
দেশে নতুন করে প্রাণহানি না হওয়ায় মোট মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। সবশেষ গত ৩০ মে একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত ২৯ হাজার ১৩১ জন মানুষ প্রাণ হারিয়েছেন চলমান মহামারীতে। মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন। এছাড়া সুস্থ মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৬ হাজার ২২৩টি নমুনা সংগ্রহ করা হয়। তারমধ্যে পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২০০টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ।
Leave a Reply