মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৫:৪২ অপরাহ্ন
আত্মবিশ্লেষণ……….৪
কাজী লীনা আরাফাত
“This is the middle of my life, I think of it as a place like the middle of a river.” Mid life মানেই কি crisis নাকি নতুন করে বাচঁতে শেখা? এই মাঝ বয়সে এসে আমি আমার সম্পর্কে অনেক নতুন ধারনা পেয়েছি অনেক অভিজ্ঞতা ও অর্জন করেছি আয়নার সামনে দাড়াঁলে নিজেকে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী লাগে…………..।। মাঝ বয়সে এসে আমি খুব সুন্দর ভাবে না বলতে শিখেছি, No মানে না জীবনে চলার পথে যা পীড়াদায়ক এবং ক্ষতিকর তা খুবই দক্ষতার সাথে ইগনোর করতে শিখেছি জীবনের ঝামেলা আপনা আপনি অর্ধেক হয়ে গেছে………….ভালোবাসা আর দখলদারিত্ব দুটো সম্পূর্ণভাবে আলাদা জিনিস, আবেক না দিয়ে বাস্তবতা দিয়ে তা বিবেচনা করতে শিখেছি, কোথায় কাকে ভালোবাসবো আর কোথায় কাকে বাসবো না তার বাস্তব অভিজ্ঞতা এখন আমার আছে।। জীবন অনেক ছোট তাই এই সুন্দর জীবনটাকে জটিল করতে চাই না, আমি ভালো না খারাপ এখন অন্য কেউ সেটা জাজ করলে আমার আর কিছুই যায় আসে না, আমি বিপদে পড়লে আপনি তো আসবেন না, আমার টা আমাকেই ভাবতে হচ্ছে……………………..।। এখন আমি আর কোন কিছু নিয়েই ভয় পাই না ভীতিগ্রস্ত হই না, আমি আমার জীবনের ভার সম্পূর্ণরুপে মহান আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি সবসময় বলি …….হে মহান আল্লাহ আমার জন্য যা ভালো আপনি তাই করুন, আমীন। Mid life কে ধন্যবাদ আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে দেবার জন্য।।
Leave a Reply