মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০১:০৪ অপরাহ্ন
আসুন কথা বলি
জাহিদুল যাদু
আসুন একটু কথা বলি
একটু একটু করে কথা চলুক-প্রাতঃভ্রমণে,
চায়ের দোকানে,অফিসের বাসে,মধ্যাহ্নভোজে,
খেলার মাঠে, সাময়িক মনোরঞ্জনে-কথা হাসুক।
আমাদের কথায় উঠে আসুক বৈষম্য,
চিহ্নিত হোক সমস্যা, বিস্তৃত হোক চলমান-
ব্যক্তিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল অসন্তুষ্টি।
আমরা সম্ভবত সমাধানে পৌঁছাতেই পারবো না
অসংখ্য সমস্যার কারণ নির্ণয়ে একদমই ব্যর্থ হবো
এমনকি মতাদর্শেও শতভাগ অমিল দেখা দিতে পারে
তবুও কথা বলি, কলের পুতুল কেনোই বা হবো আর?
আমাদের নিত্য ব্যবহার্য পণ্যের দাম!অবৈধ মজুতদার,
কালোবাজারি ও প্রশাসনের ভূমিকা;
ইত্যাদি নিয়ে বেশুমার-কথা বলতে পারি ,
লাভ ক্ষতি পরের বিষয় আগে তো কথা হোক।
আমাদের শিক্ষাব্যবস্থার ভূত ভবিষ্যৎ বর্তমান
পরিস্থিতি ও মানোন্নয়নে সরকারের ভূমিকা
ইত্যাদি নিয়েও কথা বলতে পারি ,
চিকিৎসা ব্যবস্থাকে সহনশীল করার দাবিতেও
আমরা কথা বলতে পারি,
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে
গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে কথা চলতেই পারে-
যতটুকু বললে অধিকারের সীমা লঙ্ঘন না হয়
সচেতনভাবে অন্তত ততটুকু কথা হোক।
প্রাপ্তি ও প্রত্যাশার কথা জানাতে
কথাগুলো বলা খু্ব দরকার,
কথা বলতে চাই,
কথাগুলো হোক।
প্রাকৃতিক দুর্যোগ, মানুষ সৃষ্ট দুর্ভোগ
উচ্চাসনে বসে থাকাদের গৃহিত সুযোগ।
সুবিধা গলঃধকরণের নানান অভিযোগ
এত এত দুষ্টচক্রের, যে-ক্রমাগত সম্ভোগ!
আমাদের মেরুদণ্ডহীন করে ফেলেছে
ধ্বংস করে ফেলেছে,
নির্জীব করে ফেলেছে
ইত্যাদি নিয়ে কথা বলতে চাই ,
অন্তত টুকটাক কথা হোক, গলাটা চড়াই।
সড়ক দুর্ঘটনা, মাদক উন্মাদনা
চাঁদা আদায়ে বাপ ও দাদার বন্দনা-
নিরসনে কথা হোক,স্বতঃস্ফূর্ত কথা হোক।
চাকরি ও বেকারত্বের কথা আমরা বলতে পারি,
অনাচার ও যৌনাচারের কথা আমরা বলতে পারি,
সন্ত্রাসী এবং গডফাদারের কথাও আমরা বলতে পারি-
হত্যা, গুম, ধর্ষণ, ইভটিজিং সর্বোপরি আত্মহণনের
পরিণাম ও পরিণতি নিয়েও কিছুকথা ঠোঁটে আসুক।
আসুন একটু কথা বলি, সমস্যার সমাধান না হোক-
মন হালকা হোক, অধিকার সম্পর্কে জানতে থাকি
যথাসম্ভব সচেতন হই, সীমাবদ্ধতাও বুঝতে শিখি।
Leave a Reply