শনিবার, ২৫ Jun ২০২২, ০২:১১ অপরাহ্ন
যুদ্ধ মানেই জয় পরাজয়
রাজ পথিক
ভেঙে গেছি বলে উপহাস করো না, দিও না অট্টহাসি।
জানো তো, পাড় ভাঙ্গা মাটি
স্রোতে ভেসে কোথাও হয় পলি।
পলিতে বাঁধে দানা,
দানায় দানায় জমাট বেঁধে গড়ে তোলে বেলাভূমি।
এক কূলে যদিও সব হারায় বাঁচে অন্য কূলে,
একূল ওকূল দু’কূল কখনো কাড়ে না খরস্রোতে।
ভেঙে গেছি বলে উপহাস করো না, দিও না অট্টহাসি।
জেনে রেখো, ঝড়ে ভাঙ্গা সব গাছই হয় না শুধু জ্বালানি।
কিছুতে হয় তৈজস, কিছু আসবাব, কিছুতে বসত বাড়ি।
আবার কিছু ভাঙ্গা মূলে গজায় নতুন পালসি,
জীবন যুদ্ধে লড়াকু হয়ে একদিন অবারিত সবুজে সেও হয় সামিল।
সুতরাং উপহাস করো না, দিও না অট্টহাসি।
জানো নিশ্চয় বাঁশেই লাগে ঘুণ, পোড়া বাঁশিতে নয়।
জীবন মানেই যুদ্ধ… জয় পরাজয় নিয়েই যার ব্যাপ্তি।
ক্ষণিকের পরাভূত ভয়কে পাশকাটিয়ে,
আসন্ন জয়ের জিয়ন-কাঠি অবশ্যই দেখায় সোনালি কোন ভোর।
Leave a Reply