মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ১২:২৯ অপরাহ্ন
বন্ধন
নমিতা বিশ্বাস
সেদিন হতে একই বন্ধনে আবদ্ধ মোরা,
একই সাথে দুর্গম পথ চলা,
অভিযোগ অনুযোগ অবিচ্ছেদ্য বন্ধনে
একই আচ্ছাদনের নিচে ছাব্বিশ বছর বসবাস।
হতে পারিনি গৃহলক্ষ্মী, কিন্তু রেখেছি প্রতিশ্রুতি,
ব্যক্তি স্বাতন্ত্র্যে দুজনেই স্বাধীন মোরা,
মতের ভিন্নতায় হয়তো আছে নিজস্ব আক্ষেপ,
দায়িত্ব -কর্তব্যে কখনও করিনি অবহেলা,
হয়েছি সংগ্রামী আত্মপ্রত্যয়ী,
যৌথ জীবনে হয়নি কারো ক্ষতি,
ধৈর্য আত্মবিশ্বাসে অব্যাহত রেখেছি বন্ধন,
কোনো প্রতিকূলতায় থামেনি আমাদের
একই সাথে পথ চলার গতি।
Leave a Reply