সোমবার, ২৭ Jun ২০২২, ০৩:২৪ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সেই মাহিমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে লেবুতলা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাহিম বটতলা গ্রামের পান্না মোল্লার ছেলে।
উল্লেখ্য, গত ১২ জুন বিকেলে ওই ছাত্রী বাড়ির পিছনে পুকুরে হাঁস আনতে গেলে মাহিম পাটক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষন করে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এক সাবেক জনপ্রতিনিধি নানা ধরণের দৌড়ঝাপ শুরু করে। ভিকটিমের বাবাকে মামলা করতে যেতে বাধা দেন। এক পর্যায় রাতের আধারে মেয়েকে নিয়ে হাসনপাতালে অবস্থান নেন। পরে পুলিশকে বিষয়টি জানায়। এ ঘটনায় মামলার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে মাহিনকে আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করে।
Leave a Reply