মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৭:০৫ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরে মাদক মামলায় চঞ্চল ওরফে টেরা চঞ্চলের চার বছরের সশ্রম কারাদন্ডও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। গত সোমবার যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মো.আসিফ ইকবাল এ আদেশ দেন । সাজাপ্রাপ্ত চঞ্চ ল শহরের ষষ্টিতলা পাড়ার মৃত সবর আলীর ছেলে । বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাডভোকেট পলক কুমার মৈত্র।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট পশ্চিমপাড়ায় অভিযান চালায়। এ সময় চঞ্চলকে আটক ও তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এব্যাপারে এসআই তোফায়েল আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় চঞ্চলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই আব্দুল্লাহ আল মামুন। সোমবার আদালত এ রায় ঘোষনা করেন।
Leave a Reply