বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৪:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গোপন সংবাদের ভিত্তিতে যশোর সিআইডি পুলিশ মাদক ব্যবসায়ী এক মহিলাকে আটক করে তার কাছ থেকে ৫২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। যশোর কোতয়ালী থানায় এ ব্যাপারে মামলা দেওয়া হয়েছে।
যশোর সিআইডি জো নের ইন্সপেক্টর মোহাম্মদ হারুন উর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শহরের রেলগেটের রেল লাইন এলাকা থেকে আরবি বেগম ওরেফে মনি (৪৮)নামে এক এক নারীকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার কাছ থেকে পলিথিনে পেছানো প্যাকেট করে উদ্ধার করে। ওই নারীকে সিআইডি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ওই নারী জানায়, তার কাছ থেকে উদ্ধারকৃত প্যাকেটে হিরোইন রয়েছে। পরিমাণ ৫২ গ্রাম। হিরোইন নিয়ে ওই নারী যশোরের অভয়নগরের নওয়াপাড়া যাচ্ছিল.। ওই নারী -বেনাপোল ভবের বের রেললাইনের এলাকার হাসান ওরফে ইউনূসের স্ত্রী।
এদিকে হিরোইন উদ্ধারের ঘটনায় সিআইডি জোনের ইন্সপেক্টর হারুন-উর-রশিদ বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দাখিল করেছেন।
Leave a Reply