মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৬:৪১ অপরাহ্ন
কোথায় সে
রিতুনুর
মনের তালা খুলেছে যে কোথায় সে
তারে বিহীন কাঁদে
নিরবে নিভৃতে হিয়া,
সে কি ঘুমিয়ে আছে চাঁদে
দেখা নাই, সাক্ষাৎ নাই,
নাই তার কোন খোঁজ,
তারে কেন মনে পড়ে রোজ।
পুবাল বাতাসে ভাসাইয়া নিয়া
গেছে কি তারে?
ভালোবাসতাম আমি যারে।
উড়িয়া যাইতে মন চায় তার কাছে,
তার কথা মনে হলে
হৃদপিণ্ড কেঁপে ওঠে
হৃদয়ে উঠে কালবোশেখী ঝড়,
ভাঙে নৈঋতে তাসেরঘর।
তার বিহনে জীবন হয়েছে -হ -য -ব -র- ল
চোখে নেমেছে,
নিকষ কালো আঁধার।
রংতুলিতে আঁকতাম যার ছবি
তাকে হারিয়েই ফাইনালে হয়েছি কবি।
গায়ে পড়ে খুনসুটি বাঁধিয়ে
ভালোবাসতাম যারে,
এতো সহজেই কি ভোলা যায় তারে।।
Leave a Reply