সোমবার, ২৭ Jun ২০২২, ০২:৫৬ অপরাহ্ন
সমুদ্র
অন্নপূর্ণা দাস
কিগো সমুদ্রের সূর্যোদয় দেখবে?
কে তুমি ? হ্যাঁ আমি সকালে ঘুম ভাঙবে?
না ভাঙলে তুমি ডেকে দেবে,
তবেই তো তোমার হাত ধরে,
ভোরের সূর্যোদয় দেখবো কি করি ,
জীবনে কেউ তো আর গোলাপ দিলো না না হয় ,
গাঁটছড়াতে গোলাপ খুঁজলাম,
তুমি আমার হাতে গোলাপ দেবে গো?
তা বলে আবার হাতা,খুন্তি ধরিয়ে দিও না যেন,
তুমি যা,সবই পারো,
কলেজেতো নিশ্চই সুন্দরী মেয়েরা ঘুরঘুর করতো
তুমিও দেখতে, যাইহোক ,
এখন নয় আমায় একটু দেখলে জানি আমি সুন্দরী নই,
তবুও….
জানো কত কিছু সময়ের লেখা লিখছে আর মুছে দিচ্ছে ঢেউ,
তবুও মানুষ নতুন স্বপ্ন নিয়ে আসে সমুদ্র দেখতে না বলা কথা বলে,
মনে মনে ইচ্ছে পূরণের কথা বলে কত স্বপ্ন দেখে ,
আবার কেউ সমুদ্রের দূষণ দূর করতে পরীক্ষা করে,
দূষণ কি শুধু সমুদ্রের হয়, মানুষের মনেরও হয়,
এই যে একটু দেরি হলে তোমার ঘ্যান ঘ্যান,
এটাও এক রকম দূষণ, তাই সবাইকে একসাথে পরিবেশ এবং
নিজেকে নিয়ে সচেতন হতে হবে, তবেই আমরা সুন্দর সমাজ দেখতে পাব।।
Leave a Reply