বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০৭:৪২ অপরাহ্ন
রেমিট্যান্স যোদ্ধা
কাজী রকিবুল ইসলাম
মুখে মুখে বলে যাদের রেমিট্যান্স যোদ্ধা
তাদের কথা ভাবি কি সমাজের বোদ্ধা ?
শুনে কি কেউ তাদের মনের দুঃখ-ব্যাথা ?
ভিটা-মাটি বেঁচে, দেশে প্রাণ-প্রিয় স্বজনদের রেখে
বিদেশ বিভুঁইয়ে থেকে, মাথার ঘাম পায়ে ফেলে
বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে
ডলার-দিনার উপার্জন করে দেয় দেশে।
কি পায় রেমিটেন্স যোদ্ধা ?
অবশেষে যখন তাদের মুখের দিকে তাকাই, দেখি ফ্যাকাশে
কেউ কেউ তাকিয়ে থাকে ওই নীল আকাশে দিকে।
আজকের দাবি-রেমিটেন্স যোদ্ধার মর্যাদা করো বিশেষ মান,
বিদেশে গিয়ে যদি কারো যায় জান ! সেতো রাষ্ট্রীয় মান-সম্মান,
রাষ্ট্রীয় মর্যাদায় হয় যেন তার কাফন দাফন,
দ্রুত বাস্তবায়ন করে,কর্তা গ্রহণ করো সালাম।
Leave a Reply