বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৫:০৭ অপরাহ্ন
কবিতাঃ ধন্য
কবিঃ খালেদা বেগম
সাদা মেঘ নীল আকাশে
হৃদয় আকাশে তুমি চাঁদ।
তোমা হতে একটু দূরে?
ক্লান্ত মন অবসাদ।
মুহূর্ত আমার কাটেনা যে
যেদিকে চাই শূন্যতা।
তুমি আমার হৃদয় বীণায়
আনতে পার পূর্ণতা।
সেই তুমিই হারাও যখন
বুকটা ব্যথায় ভরে।
অকারনেই দুচোখ বেয়ে
অশ্রু ঝড়ে পরে।
আমরা দুজন এক হলে
পৃথিবীটা ও হাসে।
এক তারারই সুরের তালে
সুখগুলো সব ভাসে।
দেহ ও মন অবিচ্ছেদ্য,
ভিন্ন হলে অসম্পূর্ন,
মন ও সত্ত্বায় পেয়ে তোমায়
হয়েছি আমি ধন্য।
ধন্য আমি, ধন্য তুমি,
ধন্য জগৎ সৃষ্টি,
জয় করেছি মোরা দুজন
কুঁচকে থাকা দৃষ্টি।
সমাজ সংসার ত্যাজিব না
তবু মোরাইতো বিজয়ী,
মোদের দেখে ঈর্ষান্বিত
আবাল -বৃদ্ধ-বণিতারাই।
ধরেছ এ হাত ছেড়না কভু
আসুক যত ঝড়তুফান,
আমাদের মাঝে আমরাই
বেঁচে রব আজীবন।
জানি আমাদের করবে না কেউ
বরণ ফুলমালায়।
নতুন ভুবনে গড়বই মোরা
সমৃদ্ধশালী সুধালয়।
চোখো চোখ রেখে কোন এক
রাতে জাগব দু’জন মিলে,
প্রকৃতি মোদের করবে বরণ
সৃষ্ট সকল সুধাঢেলে।
Leave a Reply